মহামারীতে জগৎ পাল্টে যাচ্ছে। এরই মধ্যে এক দম্পতির ছোট্ট সংসার। অরিত্র করে ট্রাভেলিং চাকরি আর তিয়াসা ওয়ার্ক ফ্রম হোম। তাদের দুজনের মধ্যে সম্পর্ক শীতল। দুজনের মধ্যে টানাপোড়েন চলে তাদের শিশুর দেখা শোনা নিয়ে। হটাৎ শিশুর মৃত্যু তাদের জীবন পাল্টে দেয়।
শিশুর শরীরে বিষ প্রয়োগ করার চিন্হ পান ড রায়ান রায়। তিয়াসা অভিযুক্ত তার নিজের শিশু খুনের দায়ে। ডিফেন্স করছেন উঠতি উকিল অদিতি বসু। হাজির করেছেন একজন জেনেটিক বিশেষজ্ঞ যিনি বলছেন এটা একটা রোগ। জিন ঘটিত