জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।সকলের জন্যই বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী , কর্মপ্রার্থীদের অবশ্যপাঠ্য যার থেকে প্রত্যেকেই নতুন করে ভাবতে অনুপ্রেরণা পাবে। যদি নিজেকে না বদলাতে চাও , নিজের দুর্বলতা এবং অসফলতা নিয়েই বাঁচতে চাও তাহলে এই লেখা পড়ার কোনো মূল্য নেই। তুমি যদি এই লেখাগুলিকে শুধু কাগজে লেখা মনে করো তাতে তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু সত্যই যদি নিজের জীবনকে পুর্ণতা দিতে চাও , যদি সাধারণ হয়ে না থাকতে চাও তাহলে এই লেখাগুলি পড়ো ও ভাবতে থাকো , গভীরভাবে ভাবতে থাকো এবং এই মুহূর্ত থেকেই শুরু করো। একজন মানুষ তার জীবদ্দশায় যে এক বৃহত্তর সেবা করতে পারে তা হলো মানবজাতির সেবা প্রদান। বলা হয়ে থাকে যে মানবজাতির সেবা ঈশ্বরের সেবা। মানবেরা আসেন এবং যান, কিন্তু তাদের দুর্দান্ত কাজ সর্বদা স্মরণ করা হয় এবং অন্যের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে । এমত অবস্থায় লেখকের নিজস্ব ধারণা , বিভিন্ন অজানা কে জানার আগ্রহ বিভিন্ন পণ্ডিত মানুষের ব্যাখ্যা একত্র করে পাঠকদের মনোরঞ্জন এবং সচেতনতার জন্য যে প্রয়াস তা সাফল্য পাবে এটাই আমার ধারণা।