গীতায় বর্ণিত তত্ব জ্ঞান আমাদের কাছে নতুন নয় | এর উপর আলোচনা বিগত কয়েক শতাব্দী ধরে চলে আসছে | যতোবারই তত্ব বেত্তা ঋষি গণ ভাষ্য লিখেছেন তত বারই কিছু নতুন রহস্য উদঘাটিত হয়েছে | গীতা র নতুন কোনো দিক আবিষ্কৃত হয়েছে | তাহলে কি আর গীতা বিষয়ক কোনো ভাষ্য বা প্রবন্ধ রচনার প্রয়োজন নেই ? গীতা বিষয়ক আলোচনা কি তবে ওই সমস্ত প্রাচীন ভাষ্য ও প্রবন্ধ পর্যন্তই সীমিত রাখতে হবে ?
অবশ্য ই তা কখনই হলফ করে বলা যাবে না; গীতা বিষয়ক আলোচনা ও ভাষ্য নিয়ে কোনো শেষ সীমারেখা টেনে নেউয়া সম্ভব হবে না, সমীচীন ও হবে না | আমরা গীতা র ব্যাপকত্ব কে কোনো জাতি, ধর্ম, মত বা পন্থের সীমারেখার মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা করলেও তা করে উঠতে পারবো না | আমরা মানি বা না মানি প্রত্যেক মানুষের জন্য জীবনের মন্ত্র গীতা তে বিদ্যমান | সময়ে সময়ে নানা ভাবেই তা প্রমাণিত হয়ে আসছে | সমস্ত সংকীর্ণতা কে পাশে তেলে গীতা মানবে মানবে মিলন ক্ষেত্র তৈরি করে এই বসুন্ধরা কে মহামানবের তীর্থ ক্ষেত্রে পরিণত করার জন্য প্রস্তুত |
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners