বর্তমানে চলা করোনার জন্য লক ডাউনে গৃহবন্দি হয়ে থাকা অবস্থায় আমি সংগ্রহ করেছি বিভিন্ন মানুষের মতামত ও বিভিন্ন ছবি ,সেটা করোনার সতর্কতাই হোক বা তাকে ট্রল করার জন্যই হোক। এই পুস্তকে ব্যবহৃত তথ্য , পরিসংখ্যান , ছবি - এগুলি কোনো তথ্যের বিকৃতি , কাউকে বা কোনো সম্প্রদায় বা গোষ্ঠীকে অবমাননা বা প্রশংসিত করার উদ্দেশ্যে গ্রথিত হয় নি। এগুলি কেবলমাত্র গ্রথিত হলো লক ডাউনে গৃহবন্দী অবস্থায় থাকা পাঠক কুলের মনোরঞ্জন ও অবসাদ দূর করার জন্য। যতদিন যাচ্ছে, এই করোনা ভাইরাসের কারনে পৃথিবীতে মৃত্যু মিছিল ততই দীর্ঘ হচ্ছে। সারা পৃথিবী জুড়ে স্বজন হারানোর কান্না আর হাহাকারে পৃথিবীর আকাশ বাতাস আজ ভারী হয়ে আসছে । প্রিয় মানুষটিকে যে শেষ বারের মতো দেখবে সেই সামর্থ্যটুকু ও আজ মানুষের মধ্যে নেই। কি করবে মানুষ? কার বিরুদ্ধে প্রতিবাদ করবে? কার বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে? এ যে এক অদৃশ্য দানব! যাকে খালিচোখে দেখা কোনদিন সম্ভব নয়, যে মানুষ তার বিরুদ্ধে কোনো প্রকার প্রতিরোধ গড়ে তুলবে? তারপর ও মানুষ এই করোনা ভাইরাস নামক অদৃশ্য দানবের সাথে প্রতিনিয়ত-ই যুদ্ধ করে যাচ্ছে? কারণ, এই যুদ্ধ যে পৃথিবীর সমস্ত মানব জাতির অস্তিত্বের লড়াই, পৃথিবীতে মানব জাতির টিকে থাকার লড়াই! আসুন আমরা সবাই মিলে. জাতির সুরক্ষাত্বে এই লড়াইয়ে অংশ গ্রহন করি আর এই করোনা নামক ভাইরাসের নাম ও নিশান চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলে দিই । এই করোনা ভাইরাস নামক অদৃশ্য দানবের সাথে যুদ্ধ করতে হলে, আমাদের কে সরকারের দেওয়া সমস্ত গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করতে হবে! । সবাই সুস্থ থাকুন এবং অন্য কেও সুস্থ রাখুন । একান্ত প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে যাবেন না, পারলে ঘরে বসেই প্রার্থনা করুন ।
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners