Share this book with your friends

Khnoj / খোঁজ

Author Name: Dr Parames Ghosh | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

গোয়েন্দা পিনাকীর এই ভেবে ভালো লাগলো যে অপরাধের অনুসন্ধান এ পরিবারের সকলের সুখী হওয়ার সম্মান নিয়ে এসেছে। এক সুযোগে চামেলী আর প্রণতিকে একসঙ্গে পেয়ে ওদের পিছন ফিরে দাঁড়াতে ব’ললো পিনাকী – দুজনের পিঠেই আজানুলম্বিত নীল চুলের বাহার; কে কোনজন তা বোঝা দুঃসাধ্য। ওদের মধ্যে একজন অতর্কিতে পিনাকীর হাত ধরে ব’ললো, ‘বাবা-মা একমাসের জন্যে কাশ্মীর বেড়াতে যাচ্ছে। প্লীজ কিছুদিন আমাদের বাড়ীতে কাটাও; আমরা গোয়েন্দাগিরি ক’রবো পরস্পরের উপর।‘
পিনাকী ভাবলো, প্রণতিকে কাছে পেয়ে সুখী হ’তে হ’লে শুধু গোয়েন্দাগিরি ক’রলে চলবে না। ভালবাসতে হ’লে চাই প্রণতির উপর অন্ধ বিশ্বাস; বিয়ের সংস্কারগুলো বড় ক’রে দেখলে পিনাকী কোনদিন সুখী হ’তে পারবে না। পিনাকী জানে, প্রণতির ছোটবেলায় হয়তো পিনাকীই ছিল একমাত্র পুরুষ – ভালবাসার মানুষ; কিন্তু এখন স্বপনও অনেকটা জায়গা ক’রে নিয়েছে প্রণতির দেহে, আর মনে। হয়তো স্বপন বা পিনাকী কাউকেই বাদ দেওয়া যাবে না প্রণতির জীবন থেকে।  পিনাকী ভুলতে পারেনি কিভাবে প্রণতি এসেছিল ওর জীবনে।
***

চার জোড়া চোখ প্রণতির মুখ চোখের অভিব্যাক্তি খুঁটিয়ে দেখলো ও ঘরের চারপাশে খুঁজলো। সেখানে কিছুই নেই যার থেকে ধারণা করা যায় যে পিনাকী সেখানে ছিল। আশাহত হয়ে এই ইন্সপেক্টরেরা চলে যাবার উপক্রম ক’রছে এই সময়ে একটা শব্দ পাওয়া গেলো। কেউ একজন এই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে সামনের রাস্তায় পড়েছে। প্রণতি বুঝতে পারলো যে, সে পিনাকী। প্রণতি কিছু করার আগেই ওই ইন্সপেক্টরদের দুজন দৌড়ে বার হয়ে গুলি ছুঁড়লো। একটা গুলি পিনাকীর কানের পাশ দিয়ে বার হয়ে গেলো, আর একটা গুলি ডানদিকের ঘাড়ের ঠিক তলায় লাগলো, খুব রক্ত বেরোতে লাগলো। দুজন ইন্সপ্পেক্টর ওকে ধ’রে ফেললো ও টেনে নিজেদের পুলিসভ্যানের মধ্যে ঢুকিয়ে নিলো।

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ডাঃ পরমেশ ঘোষ

আগামী যুগের পৃথিবীর জন্য পরমেশের স্বপ্ন - সীমান্তহীন বিশ্বের বিবাহহীন সমাজ, যেখানে নাগরিকেরা শিখবে কিভাবে প্রকৃতির মতো সহজে কম শক্তির খরচে উৎপাদন করা বা পরিষেবা দেওয়া সম্ভব; এতে জীবাশ্ম জ্বালানির অপচয় কমবে, জনসংখ্যা-বৃদ্ধি নিয়ন্ত্রিত হবে, পৃথিবীর তাপমাত্রা বজায় থাকবে।

হায়ার সেকেণ্ডারী পরীক্ষায় প্রথম কুড়িজনের মধ্যে থাকায়, পরমেশ ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিল; এর পরে ইঞ্জিনীয়ারিংএর ফাইন্যালে দ্বিতীয় স্থান। আন্তঃ বিশ্ববিদ্যালয় বেতার নাটক প্রতিযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিমে অভিনয় ক’রে- একবার রানার্স আপ, আর একবার চ্যাম্পিয়ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনীয়ারিং পত্রিকা ও সাহিত্য পত্রিকার সম্পাদনা ক’ছে। ‘বসুমতী’র পূজা সংখ্যায় লিখেছে স্কুল জীবনে।

গ্র্যাজুয়েট ইঞ্জিনীয়ার হ’য়ে কর্মজীবনের শুরু হুগলী ডকে, হাওড়ার বার্ন কোম্পানীতে। এরপরে পরমেশ ছিল জামসেদপুরে ইণ্ডিয়ান টিউব কোম্পানীর ফোরম্যান, স্টীল টিউবের কোল্ড-ড্রয়িং-এর বিশেষজ্ঞ; এখানেই জেভিয়ার ইনস্টিটিউটে পার্ট-টাইম কোর্সে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট। পরমেশ পেয়েছিলো ইণ্ডিয়ান টিউব কোম্পানীকে কম্পিউটারাইজ করার দায়িত্ব; তারপরে হিন্দুস্থান অর্গ্যানিক কেমিক্যাল্সকে কম্পিউটারাইজ করার ভূমিকায়। এর পরে পরমেশ কাজ করে কম্পিউটার-কনসাল্টেন্সী প্রতিষ্ঠান- কম্পিউট্রনিক্স ইণ্ডিয়া, হিন্দুস্তান কম্পিউটার্স লিমিটেড আর টাটা কন্সাল্টেন্সী সার্ভিসেসে।

কম্পিউটারে পারদর্শিতার জন্যে অস্ট্রেলিয়ার নাগরিক হবার সুযোগ পায়। অস্ট্রেলিয়াতে পার্ট-টাইম পড়াশোনা চালিয়ে পরমেশ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার অফ কম্পিউটিং সায়েন্সের ডিগ্রি অর্জন করে। এর পরে বহু কম্পিউটার অ্যাপ্লিকেশনের সমন্বয়ের উপর গবেষণা ক’রে ও কম্পিউটিং সায়েন্সে পি-এইচ-ডি উপাধিতে ভূষিত হয়। ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনগুলোর সম্মিলিত ভাবে কাজ করার পদ্ধতির প্রবর্তন করেছিল পরমেশ;  সম্ভবতঃ এই কাজই তাকে পরবর্তীকালে অনুপ্রাণিত ক’রেছিল সারা পৃথিবীর সবদেশ মিলিয়ে এক বিরাট দেশ – বিরাট পরিবারের স্থাপনায়। 

পরমেশ দূরদর্শী দার্শনিক; স্বপ্ন দেখে কী ক’রে এই পৃথিবীর প্রতিটি নাগরিককে আরও বেশী সুযোগ দেওয়া যায় – পৃথিবীর যে কোনো দেশে থেকে ভালভাবে বাঁচার, এবং কাজ করার জন্যে। ও মূলতঃ জীবিকা নির্বাহের জন্য কোর ব্যাঙ্কিং আর্কিটেক্ট এবং বিজনেস ইন্টেলিজেন্স পরামর্শদাতা হিসাবে, পৃথিবীর নানা দেশে কাজ ক’রেছে; ওয়ারশ-এর ব্যাঙ্কে মাল্টি-চ্যানেল ব্যাঙ্কিং চালু করার জন্যে সাম্মানিক পুরস্কার পেয়েছে। ওয়ারশ-এর পরে পরমেশ ব্যাঙ্কক, ম্যানিলা, জাকার্ত্তা, গ্ল্যাসগো, কুয়ালালামপুরে দী্ঘদিনের প্রোজেক্টে কাজ ক’রেছে, ও বিভিন্ন দেশের মানুষের কথা শুনেছে, সহযোগিতা ক’রেছে। 

পরমেশের সম্প্রতি প্রকাশিত গ্রন্থগুলি:-

Irreparable (May2022),

मिट गई सीमारेखा (May2022),<

Read More...

Achievements

+1 more
View All