মনের অভিব্যক্তি, এক গুচ্ছ কবিতায়
আমাদের মনের বিভিন্ন ভাবের অভিব্যক্তি কবিতার মাধ্যমে প্রকাশিত হয়। মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার মধ্যে জন্ম নেয় কবিতা।
আমার কবিতা কখনো প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গ বন্ধু, আবার কখনও সে এক ভক্তের প্রার্থনা ঈশ্বররে প্রতি, কখনো নিপীড়িত মানুষের আর্তনাদ আবার কখনো সে প্রতিবাদের ভাষা।
আমার এই কাব্য সংকলনটি সেইসব ভাবকে শব্দমালায় সাজিয়ে তোলার একটি প্রচেষ্টা মাত্র।