নিঃসীম নির্বিবাহ জীবনের স্বপ্নে নিয়ে লেখা এই বইটি।
মানব জীবনের পরম সত্য – অদ্বিতীয়ত্ব । আমি গোটা জগতের নাগরিক হ’তে চাই, চাই সকলের আপন একটি জগৎ গড়ে তুলতে – যে জগৎ একটি পরিবার, একটি প্রতিষ্ঠান।
নিঃসীম আকাশের নীচে সীমান্তবিহীন এই জগতের মানুষ যে কোনো দেশে বসবাস ক’রতে পারবে, জীবিকা নির্বাহ ক’রতে পারবে। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসা বা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না।
নির্বিবাহ জগৎ হোক একটি বিরাট পরিবার, যেখানে বিবাহিতেরা অবিবাহিতদের সঙ্গে সমান সুযোগ সুবিধা পাবে । স্বামী বা স্ত্রীকে প্রবঞ্চিত ক’রে ব্যক্তিগত লাভ করার সুযোগ থাকবে না।
বিবাহের প্রয়োজন ২০৫০-এর পরে একেবারেই অন্তর্হিত হবে। গর্ভনিরোধক পিলের উদ্ভাবক Carl Djerassi-এর জীবনদর্শন অনুযায়ী, ২০৫০ সালের পরে নারী আর পুরুষে মিলে সেক্স বা রতিক্রিয়া করবে শুধু নির্ম্মল মজার জন্যে, সন্তানকে জন্ম দেওয়ার আশা বা দুশ্চিন্তা কিছুই থাকবে না। গর্ভনিরোধক পিলের আর দরকার থাকবেনা, কারণ নারীরা তাদের ডিম অর্থাৎ eggs আর পুরুষেরা তাদের শুক্রাণু বা শুক্রকীট অর্থাৎ sperm ঠাণ্ডাঘরে জমিয়ে রেখে নির্বীজন করবে নিজেদের, অর্থাৎ বন্ধ্যা হয়ে যাবে। কৃত্রিম ডিমও তৈরী হবে হয়তো ২০৩০এর আগেই। Carl Djerassi-এর ভবিষ্যদ্বাণী শোনার অনেক বছর আগেই নির্বিবাহ সমাজ গড়ার তাগিদ এসেছিল এক বিবাহিতা মহিলার বিশ্বাসঘাতকতার উদাহরণ দেখে; মনে হ’য়েছিল প্রতারণা ও ব্যভিচার ক’রে, নিরুপায় বিবাহিত পার্টনারের সময় ও সম্পত্তি লুটে নেওয়ার উদাহরণ বেড়েই চলেছে, অথচ চোখে পড়ছে না ।
প্রেমের ব্যাকরণে বাক্যের বদলে চাই কবিতা।
‘বিয়ে’ মানেই দখল,
আর একজনের পুরো দখল দেহ মন সময় ও সম্পদে,
অথচ প্রতিশ্রতি নেই পাশে থাকার, অসুখে বা আপদে;
বিচ্ছেদের উপায় নেই অত্যাচার ব্যভিচারের অপরাধে।
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners