প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা যদি তাদের নির্ধারিত কার্য্য করানো যায় তবে প্রথমে আসে সংযম। তারপর আসে অনাসক্তি। যখন এই সমস্ত আমলারা নির্বিঘ্নে নির্ধারিত কাজ সম্পন্ন করবে তখনই আমরা বুঝতে পারব ঈক্ষার অস্তিত্ব ও ক্ষমতা। যা আমরা সমস্ত জীবন দিয়েও সম্পন্ন করতে পারি না তা সংঘটিত হতে পারে চোখের পলকে ঈক্ষার বলে। তখনই এই সত্তার রাজ্য শাসিত হবে প্রকৃত উপায়ে। বহির্জগতের প্রতিক্রিয়ায় আমরা সংকুচিত যেমন হব না, উচ্ছ্বসিতও তেমন হব না। খুব শান্ত ভাবে গ্রহণ করব বহিরাগত যত ভাবসম্ভার।
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners