হে অর্জুন ! সমস্ত কর্মের মূল জ্ঞানে অন্তর্নিহিত থাকার কারণে দ্রব্য যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ | (গীতা )
বিগত আশি বছর ধরে রামযস সংস্থান বিদ্যা বিস্তার এর জ্ঞান যজ্ঞ করে চলেছে | আজকে আমাদের সংস্থা ১৮ টি বিদ্যালয় এবং একটি মহাবিদ্যালয় সাফল্যের সহিত সঞ্চালন করছে | আমাদের আদি সংস্থাপক লালা কেদারনাথের উদ্দেশ্যই ছিল আধুনিকতা এবং ধারাবাহিকতার মধ্যে সমন্বয় স্থাপিত করা |আমাদের ছাত্ররা ধারাবাহিকতা বজায় রেখে আধুনিক বিজ্ঞান মুখী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক এটাও তিনি চাইতেন | তাঁর এই সমন্বয় বৃত্তি আমাদের সমস্ত বিদ্যা বিস্তার এর কাজে পথ প্রদর্শক | সেই অনুপ্রেরণা নিয়েই রামযস সস্থান জাতীয় ঐক্য, সর্ব ধর্ম সম ভাব আর চরিত্র নির্মাণ এর ক্ষেত্রে যোজনা বদ্ধ হয়ে কার্যরত |
গীতা জ্ঞান প্রবেশিকা প্রকাশিত করা এই উদ্দেশ্য পূরণের জন্যই আমাদের একটি প্রচেষ্টা | আমাদের এক প্রবীণ অধ্যাপক ড. রামচন্দ্র প্রধান এই পুস্তিকাটি অত্যন্ত মনোযোগ দিয়ে প্রস্তুত করেছেন | মহান শিক্ষাবিদ ড. কারণ সিংহ এই পুস্তিকাটির পুরোবাক্য লিখে আমাদিগের উপর অনুগ্রহ প্রকাশ কারেছেন |
গীতা সর্বকালের সর্বধর্ম সমভাবের গ্রন্থ| গীতা তে বর্ণিত ঐশ্বরিক সম্পদ, ত্যাগ , সন্যাস আর কর্ম যোগের মূর্ত প্রতীক ছিলেন রায় কেদারনাথ | আমার দৃঢ বিশ্বাস যে ছাত্ররা এই পুস্তিকার মাধ্যমে গীতার সম্যক জ্ঞানের সাথে সাথে রায় সাহেবের জীবনের সহিত পরিচিত হওয়ার সুযোগ পাবে | আমাদের সংস্থা প্রতি বছরই শিক্ষা পূর্ণ করে থাকে এমন ছাত্র দের এই বইটি বিনা মূল্যে দিয়ে থাকে যাতে তারা নিজের জীবন পথে সংস্থার মহান পরম্পরা থেকে শিক্ষা পেতে পারে |